বিদায়ী বছরে সচ্ছতা ফিরেছে বিআরটিএতে, গ্রাহকের প্রশংসায় ভাসছে চেয়ারম্যান

Passenger Voice    |    ১১:৫১ এএম, ২০২২-০১-০১


বিদায়ী বছরে সচ্ছতা ফিরেছে বিআরটিএতে, গ্রাহকের প্রশংসায় ভাসছে চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রাম মহানগরীতে মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা স্ক্যাপ করণ, ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিরসন, মিরপুর বিআরটিএর মালিকানা জটিলতা নিরসন, বিআরটিএর জনপ্রশাসন প্রদক অর্জন, গ্রাহক পর্যায়ে সচ্ছতা ফেরানো, নিরাপদ সড়ক আন্দোলন, গণপরিবহনে ভাড়া নির্ধারণসহ নানান বিষয়ে ২০২১ সালে বছর জোড়ে আলোচিত ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। দক্ষতা এবং সচ্ছতার কারনে প্রশংসা কুড়িয়েছেন সংস্থাটির শীর্ষ কর্মকর্তা চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর উন্নয়নে সব সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে মহাপরিকল্পনা অনুযায়ী কাজ করছে বিআরটিএ। গত এক বছরে বিআরটিএতে দালাল নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাফল্য দেখিয়েছেন। বিআরটিএর সচ্ছতা ও দুর্নীতি বন্ধসহ বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক কার্যক্রম চলমান রেখেছেন বিআরটিএর চেয়ারম্যান।  

ড্রাইভিং লাইসেন্সে ভোগান্তি নিরসনঃ

গত দুই বছরের অধিক সময় ধরে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড জটিলতা নিরসন করে বিদায়ী বছরের ১১ অক্টোবর থেকে ঝুঁলে থাকে সাড়ে ১২ লাখ  ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে জনগণের হাতে পৌছানো শুরু করেছে বিআরটিএ। দীর্ঘ দিন ধরে ড্রাইভিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে সারাদেশে আলোচিত থাকা বিআরটিএর সেবা গ্রহনেও সস্তি পাচ্ছে সাধারণ গ্রাহক। এছাড়া বর্তমানে নতুন প্রতিষ্ঠান ভারতীয় কোম্পানি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করে ড্রাইভিং লাইসেন্স যোগ্যতা পরীক্ষা পাশের ১ মাসের মধ্যে স্মার্ট কার্ড প্রদান করছে বিআরটিএ। 

হাফ ভাড়ার দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভঃ

বাস চাপায় সহপাঠীর মৃত্যুর সুষ্ঠু বিচার, নিরাপদ সড়ক, গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়া নির্ধারণসহ কয়েকটি দাবিতে সারাদেশ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিআরটিএর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েও বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছাত্রদের দাবী মেনে নিয়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে শিক্ষার্থীদের জন্য সব ধরনের গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিত করে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া ছাত্র আন্দোলন বন্ধ করিয়ে দেশের ভাবমুর্তি রক্ষা করেছে। সেক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

জনপ্রশাসন পদক পেল বিআরটিএরঃ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ এই উদ্যোগের আওতায় কম্পিউটারাইজড শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় একসঙ্গে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট এর তারিখ নির্ধারণ করে দেয়াসহ প্রতিবছর ৫ লাখের অধিক শিক্ষানবিশ লাইসেন্স এর আবেদন কারী বিআরটিএতে না গিয়ে ঘরে বসে উপকৃত হচ্ছে অন্যদিকে বিআরটিএর দাপ্তরিক কার্যক্রমের চাপ কমেছে এমনকি আবেদনকারীর আর্থিক সাশ্রয় হচ্ছে।  এই কারনে ড্রাইভিং লাইসেন্স সেবা সহজীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হওয়ায় বিদায়ী বছরের ২৭ জুলাই বিআরটিএর সৃজনশীল কর্মকর্তা উপপরিচালক জিয়াউর রহমানকে জাতীয় পর্যায়ে ব্যক্তিগত শ্রেণিতে (সাধারণ ক্ষেত্র) জনপ্রশাসন পদক-২০২১ প্রদান করা হয়।

বাণিজ্যিক গাড়ির মেয়াদ নির্ধারনে বিআরটিএর উদ্যোগঃ

উচ্চ পর্যায়ের একটি কমিটির সুপারিশের দুই বছরেরও বেশি সময় পর, বাস ও ট্রাকসহ সব ধরনের বাণিজ্যিক যানবাহনের সার্ভিস চালিয়ে যাওয়ার মেয়াদ নির্ধারণ করে দিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার কিছুদিন আগে পরিবহন বিশেষজ্ঞ, পরিবহন নেতা, যানবাহন প্রস্তুতকারক ও আমদানিকারকসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসেছেন। বর্তমানে দেশে বাণিজ্যিক কাজে ব্যবহৃত বাহনের জন্য নির্দিষ্ট কোনো মেয়াদ নির্ধারণ করে দেওয়া নেই। এ সুযোগে সড়কে  কয়েক দশকের পুরনো বাস ও ট্রাকও চলছে। ২০১০ সালে পরিবহন কর্তৃপক্ষ রাজধানীতে ২০ বছরের বেশি পুরনো বাস এবং ২৫ বছরের বেশি পুরনো পণ্যবাহী পরিবহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু, এমন অনেক পুরনো যানবাহনই জেলা পর্যায়ে চলাচল করছে। ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। পরিবেশ দূষণও ঘটছে। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার কমিটির সুপারিশের সঙ্গে মিল রেখে বাণিজ্যিক যানবাহনের আর্থিক সেবার মেয়াদ নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছেন। 

মোটা টাকা ঘুষ দিয়ে কব্জির জোরে বিআরটিএতে বদলী বন্ধঃ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর কর্মকর্তাদের বদলী ও পদায়ন নিয়ে খোদ বিআরটিএর প্রশাসন বিভাগের অনিয়ম দুর্নীতির বিষয়গুলো আলোচিত ছিল। বিদায়ী বছরে বদলী বাণিজ্য,  কব্জির জোরে পছন্দের সার্কেলে বদলী হওয়ার প্রক্রিয়া বন্ধ করেন বিআরটিএর বর্তমান চেয়ারম্যান।  সাম্প্রতিক সময়ে বিআরটিএর বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনসহ বেশ কিছু অভিযোগ নিয়ে কয়েকজন কর্মকর্তাকে শাস্তিমূলক বদলী করেছে বিআরটিএ কর্তৃপক্ষ। দুর্নীতির দায়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে বিআরটিএ। 

অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের পুনঃপরীক্ষার তারিখঃ

আলোচিত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে  অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)  ড্রাইভিং কম্পিটেন্সি টেস্টের পুনঃপরীক্ষার তারিখ চালু করেছে সংস্থাটি। বর্তমানে ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), ঢাকা মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), ঢাকা মেট্রো সার্কেল-৩ (উত্তরা), ঢাকা জেলা সার্কেল (ইকুরিয়া ও সাভার), নারায়ণগঞ্জ, সিলেট ও চট্টগ্রাম জেলা-মেট্রো সার্কেলের ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের অনুপস্থিত থাকা বা যেসব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন তারা বিএসপিতে লগইন করে ‘ড্রাইভিং লাইসেন্স’ এর ‘লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স এর পুনঃপরীক্ষার জন্য আবেদন’ করতে পারেন। 

মোটরযানের কর-ফি অনলাইনে আদায়ের সুযোগঃ

আলোচিত বছরের ১৬ জুন ভার্চ্যুয়াল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় মোটরযানের কর ও ফি আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকায় ৫ বছরের জন্য নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। দরদাতা প্রতিষ্ঠান হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড। বর্তমানে গ্রাহক ঘরে বসে বিআরটিএর সকল কর-ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের এই তথ্য জানান।

ফিটনেস গ্রহনে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট চালুঃ

অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মোটরযানের ফিটনেস সনদ প্রদানের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), মেট্রো সার্কেল-৩ (দিয়াবাড়ি), ঢাকা জেলা সার্কেলের পাশাপাশি আগামী ২২ নভেম্বর (সোমবার) থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ সার্কেল থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে নির্ধারিত সময়ে গাড়ি হাজির করে সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে ফিটনেস নবায়ন সনদ গ্রহণ করতে হবে গ্রাহক।